জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, অতীতের চেয়ে নির্বাচনকেন্দ্রিক মানবাধিকার পরিস্থিতি ভালো, সেটিই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানানো হযেছে।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রোববার ভোরে ঢাকায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় প্রতিনিধি দলটি মন্ত্রণালয়ে বৈঠকে বসেন।
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেছেন, কিছু কিছু নির্বাচনে মানবধিকার লঙ্ঘন হয়েছে। তার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের নির্বাচন সঠিকভাবে করার জন্য জেলা পর্যায়ে গিয়ে সবাইকে গাইডলাইন দেয়া হবে বলেও জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা, প্রতিনিধি দল সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সরকারকে তাগিদ দিয়ে আসছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৬ জন এমপি বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে সম্প্রতি একটি চিঠিও দিয়েছেন। সে কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এই সফর বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply