গ্রিসের এ দুঃখজনক এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ সোমবার দেশজুড়ে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন। আজ পাকিস্তানের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডুবে যাওয়া ওই নৌকা থেকে ১২জন পাকিস্তানিকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্পিকার রাজা পারভেজ আশরাফ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, গ্রিসে নৌকাডুবির ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং মানবপাচারে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রিয়াজ মুঘল ডনকে বলেছেন, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর এলাকা থেকে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মানবপাচারের সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এ ছাড়া গ্রিস নৌকাডুবির সঙ্গে জড়িত সন্দেহভাজন মানবপাচারকারীদের ধরতে গুজরাটে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
বার্তা সংস্থা এএফপি বলেছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে হাজার হাজার পাকিস্তানি বৈধ এবং অবৈধ উপায়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, নৌকাটিতে ৪০০ পাকিস্তানি, ২০০ মিশরীয় ও ১৫০জন সিরিয়ার নাগরিক ছিলেন। তবে পাকিস্তানিদের সঠিক সংখ্যাটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি পাকিস্তান সরকার।
Leave a Reply