সুদানের রাজধানী খার্তুমে দক্ষিণে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় ৫ শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সুদানি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিজিটিএন।সুদানে গত ১৫ এপ্রিলে সংঘাত শুরু হয়। রাষ্ট্র ক্ষমতার দখল নিয়ে সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী ও জেনারেল মোহাম্মদ হামদান দাগালো নেতৃত্বাধীন আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই চলছে।৩ মাস ধরে চলমান এই সংঘাতে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, সুদানের সংঘাতে এখন পর্যন্ত দেশটির ২২ লাখ বাসিন্দা দেশ ছেড়ে পালিয়েছে। যার মধ্যে ৫ লাখ ২৮ হাজার বাসিন্দা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
Leave a Reply