চীনের মানুষের মধ্যে বিয়ে করার প্রবণতা ক্রমশ কমছে। দেশটিতে বিবাহের পরিসংখ্যান রেকর্ড শুরু হওয়ার পর থেকে গত বছর বিবাহের রেকর্ড ছিল সর্বনিম্ন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত দশ বছর ধরে চীনে বিবাহের হার ক্রমাগত কমতে কমতে গত বছর সর্বনিম্ন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে ৬৮ লাখ ৩০ হাজার দম্পতির বিবাহ নিবন্ধিত হয়েছে। এই সংখ্যাটি আগের বছরের তুলনায় ৮ লাখ কম।
চীনের জনসংখ্যাও কমছে। গত ছয় দশকের মধ্যে গত বছর প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। এটি প্রত্যাশিতই ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জন্মহারও কমছে চীনে। গত বছর দেশটিতে প্রতি ১ হাজার জনে জন্মহার ৬ দশমিক ৭৭ জনে নেমে এসেছে, যা ২০২১ সালে ছিল ৭ দশমিক ৫২ জন। জনসংখ্যাবিদেরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীন ধনী দেশে পরিণত হওয়ার আগেই বৃদ্ধ দেশে পরিণত হবে। কারণ চীনে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে আর কমছে নতুন শিশুর জন্ম।
বিবাহকে উৎসাহিত করতে ও জন্মহার বাড়াতে চীন সরকার নানা উদ্যোগ নিচ্ছে। গত মাসে সরকারি কর্মকর্তা বলেছেন, জন্মদানের সংস্কৃতি তৈরি করতে চীনের ২০টি শহরে পাইলট প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তবে প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করেনি চীন সরকার।
ইতিমধ্যে বেশ কয়েকটি প্রদেশে বিয়ের ছুটির মেয়াদ বাড়ানো, নবদম্পতির জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার, যাতে মানুষ বিয়ে করতে উৎসাহিত হয়।
Leave a Reply