বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ শতভাগ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি বলেন, আগামীকাল অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশ নির্বাচনের ভোট উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা শতভাগ নিরপেক্ষ কিনা সেটা দেখতে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে আছে আইনশৃংখলা বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে ৭ জন পুলিশসহ ১৩ জন আনসার ও ভিডিপির সদস্য। কেন্দ্রের দায়িত্বরত কমর্কতারা শতভাগ নিরপেক্ষতা থাকবে।
অন্যদিকে সুষ্ঠু ভোট করতে শতভাগ প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে নগরীর শিল্পকলা একাডেমি থেকে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো। পুলিশ পাহারায় ১২৬টি কেন্দ্রের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় দেড় হাজার ইভিএম। কেন্দ্রে থাকছে প্রায় ১১শ’ সিসি ক্যামেরা।
আগামীকাল ভোটযুদ্ধের জন্য প্রস্তুত ৭ জন মেয়র পার্থী। ১১৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। এরমধ্যে বিএনপির ১৯ জন কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন, যদিও দলীয়ভাবে বিএনপি নির্বাচনে নেই।
Leave a Reply