আজই নিশ্চিত হতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপার। রাতে শিরোপা নিশ্চিতের মিশনে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেইন। প্রতিপক্ষ স্ট্রাসবুর্গ। প্রতিপক্ষের মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এমন ম্যাচের আগে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও ফরাসি ক্লাব পিএসজি।
২০১৫-১৬ মৌসুমে এ রেকর্ডটি গড়েছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। গত মৌসুমে সে রেকর্ডের কাছাকাছি চলে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি ১৭ গোলে অ্যাসিস্ট করেছিলেন।
চলতি মৌসুমে আজকের ম্যাচটি নিয়ে মেসি এখনো দুটি ম্যাচ পাবেন। আজ রাতে রেকর্ডটি না হলেও আরেকটি ম্যাচ পাবেন মেসি। যেটি অনুষ্ঠিত হবে জুনের ৪ তারিখে ক্লেরমন্তের বিপক্ষে।
মৌসুমে ১৮ বা তার বেশি গোলে সহায়তা অবশ্য মেসির জন্য নতুন কিছু নয়। লা লিগায় বার্সেলোনার হয়ে অন্তত চারবার ১৮ বা তার বেশি গোলে সহায়তা করেছেন মেসি। ২০১৯-২০ মৌসুমে তো মেসি অ্যাসিস্ট করেছিলেন ২২ গোলে।
Leave a Reply