সম্প্রতি সুদানে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘাত পরিস্থিতিতে আটকা পড়া বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি আরবের নৌবাহিনী। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রিনালয়ের এক বিজ্ঞপ্তিতে নাগরিকদের বর্তমানে সুদান ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, সুদানে আটকা পড়া ৯১ জনকে উদ্ধার করেছে সৌদি আরবের নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে সৌদি, বাংলাদেশ, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিসিয়া, পাকিস্তান, ভারত, বুলগেরিয়া, ফিলিপাইন, বুরকিনা ফাসো ও কানাডার কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও আছেন।
Leave a Reply