তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হয়েছেন শি জিনপিং। শুক্রবার চীনা আইনপ্রণেতাদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচত হন। এর মধ্যেদিয়ে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবেন তিনি।
২০১৮ সালেও সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হয়েছিলেন শি। ওই বছরই তার সরকারকিছু সাংবিধানিক বিধান বাতিল করে। যা তার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিলো। বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শি’র পক্ষে হাততালি দেন।
বার্ষিক আইনসভার এ বৈঠকে শি’কে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। যার মধ্যদিয়ে তিনি বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে পুনরায় আসীন হলেন।
শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply