1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

পহেলা বৈশাখ থেকে জমির খাজনা অনলাইনে: ভূমিমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৪ বার পঠিত

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে, আসছে পহেলা বৈশাখ থেকে জমির খাজনা অনলাইনে পরিশোধের বাধ্যবাধকতা জারি করা হচ্ছে। এরপর নগদ টাকায় এই কর পরিশোধ করা যাবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক আলোচনায় এসব কথা জানান তিনি। ভূমির তথ্যভাণ্ডার তৈরি করতে দেশজুড়ে ডিজিটাল জরিপ শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

দেশে জমির মৌজা আছে প্রায় দেড় লাখের মতো। যার মালিকানা থেকে শুরু করে সব তথ্যই এতদিন জমা থাকতো কাগুজে নথিতে। ফলে, জাল দলিল, জোর করে জমি দখলসহ নানা অভিযোগ বাড়ছে প্রতিনিয়ত। দেশের আদালতগুলোতে মামলার প্রায় অর্ধেকের বেশি ভূমি সংক্রান্ত।

এমন পরিস্থিতিতে ভূমি ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগ আর নাগরিক অধিকার নিয়ে সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।

আলোচনায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান, হয়রানি এড়াতে জনবান্ধব ভূমি আইন করার কথা ভাবছে সরকার। তৈরি হচ্ছে ভূমির তথ্যভান্ডার। যার মাধ্যমে একটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম থেকে জমির ছবি, আয়তন, অবস্থানসহ সব তথ্য পাওয়া যাবে। এতে কারসাজির ঘটনা ঘটবে না।

সরকারের এ উদ্যোগকে ইতিবাচক বলছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। তবে, টেকসই সুফল পেতে কর্মকর্তাদের জবাবদিহিতা ও কার্যক্রমকে নজরদারির আওতায় আনার পরামর্শ তাদের।

চলতি মাসের শেষে জমির ডিজিটাল ম্যাপের অ্যাপস চালু করার কথা জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com