1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

অনলাইনে টিকিট বাতিল করলে ঘরে বসেই মোবাইলে মিলবে টাকা: রেলমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১০১ বার পঠিত

ট্রেনের টিকিট কাটতে আজ থেকে লাগবে জাতীয় পরিচয়পত্র। ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগানে চালু হয়েছে নতুন এই ব্যবস্থা। বুধবার (১ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।তিনি এসময় টিকিট কাউন্টার পরিদর্শন করেন এবং টিটিদের সঙ্গে কথা বলেন।পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আপাতত শুধু আন্তঃনগর ট্রেনে চালু হলেও ধীরে ধীরে সব ট্রেনে এ নিয়ম মানা হবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এতদিন টিটি বা টিকেট চেকাররা হাতে লিখে জরিমানা বা টাকা আদায় করত। এখন থেকে পজ মেশিনে টাকা আদায় হবে।

মন্ত্রী আরও বলেন, অনলাইনে টিকেট বাতিল করলে ঘরে বসেই মোবাইলে টাকা পেয়ে যাবে যাত্রীরা। এটা নিয়ে ভুল ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে।

রেলমন্ত্রী বলেন, রেলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যাচাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমরা চেষ্টা করছি টিকিট কালোবাজারি ঠেকাতে পারব। সারা বিশ্বে এই নিয়ম মানা হয়। যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হয়।

এদিকে নতুন পদ্ধতি চালু হওয়ার খবরে অনলাইন ও কাউন্টারে রেলের অগ্রিম টিকিট নেওয়ার হিড়িক পড়েছে। গতকাল মঙ্গলবার আগামী কয়েক দিনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যায়নি। এ ছাড়া আগামী শনিবার পর্যন্ত অগ্রিম টিকিট গতকাল বিক্রি হয়েছে। গতকাল পর্যন্ত যেসব যাত্রী টিকিট নিয়েছেন, তাদের ওপর আগামী চার দিনের ক্ষেত্রে নতুন পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়। নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নতুন নিয়মে যেভাবে টিকিট সংগ্রহ করা যাবে

নতুন নিয়মে শুধু অনলাইন নয়, কাউন্টার থেকেও ট্রেনের টিকিট কিনতে নিবন্ধন করতে হবে। খুলতে হবে অ্যাকাউন্ট। কাউন্টার, অনলাইন ও অ্যাপের মাধ্যমে তা করা যাবে। ইন্টারনেট সুবিধার বাইরে থাকা যাত্রীরা সাধারণত মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে থেকে যাদের রেলের ওয়েবসাইটে নিবন্ধন করা আছে তাদের সাইন-ইন করে জন্ম নিবন্ধন সদন আপলোড করতে হবে। আর যাদের আগে থেকে নিবন্ধন নেই, একেবারেই নতুন-তাদের প্রথমে ওয়েবসাইট ভিজিট করে সাইন আপ করে জাতীয় পরিচয়পত্র আপলোডের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

পুরনো নিবন্ধনকারীদের ক্ষেত্রে

ধাপ-১: বর্তমান username এবং Password দিয়ে https://etiket,railway.gov.bd-এ প্রবেশ করে BR <space> NID নম্বর space ticket.railway.gov.bd তে অথবা rail sheba app এ সাইন-ইন করতে হবে।

ধাপ-২: NID নম্বর এবং জন্ম তারিখ লিখে verify বাটনে ক্লিক করতে হবে। এরপর NID নম্বর জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে যদি NID নম্বরটি পূর্বে ব্যবহার করা না হয়ে থাকে তাহলে নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

নতুন নিবন্ধনকারীদের ক্ষেত্রে

https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা rail sheba app এ সাইন আপ করতে হবে এবং সঠিক NID নম্বর জন্ম তারিখ verify পূর্বক অন্যান্য তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।

অফলাইন নিবন্ধন

মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে BR <space> NID নম্বর <space> জন্ম তারিখ (সাল-মাস-দিন) লিখে পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএসে রেলওয়ে জানাবে নিবন্ধন সফল হয়েছে কি না। সফল হলে অ্যাকাউন্ট নম্বর জানাবে। এরপর ওই অ্যাকাউন্টের বিপরীতে এনআইডি দেখিয়ে স্টেশনে কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

বিদেশি নাগরিকরা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। একটি এনআইডি বা জন্ম নিবন্ধনের বিপরীতে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। একটি নম্বর দিয়ে প্রতিদিন একবারই টিকিট কাটা যাবে। এছাড়া ভ্রমণের সময় যাত্রীকে এনআইডি বা জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের ছবি সম্বলিত নিজস্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আরও দরকার হবে তাদের ই-মেইল নম্বর। থাকতে হবে ইন্টারনেট সম্পর্কে ধারণা ও স্মার্টফোন পরিচালনার জ্ঞান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com