প্রধানমন্ত্রী পদ ছাড়ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন তিনি।
জেসিন্ডা আরডেন বলেন, কাজটা কঠিন বলে আমি ছেড়ে দিচ্ছি না। সেটাই যদি হতো, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পরেই সে কাজটা করতাম। আমি ছেড়ে যাচ্ছি কারণ এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকে।
প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্ম দিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসুরি নির্বাচনে ভোট হবে।
এরপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হবে ১৪ অক্টোবর। নতুন ও সঠিক নেতৃত্বের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৪২ বছর বয়সী জেসিন্ডা।
২০১৭ সালে ৩৭ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ক্রাইস্ট চার্চ হামলার মতো ঘটনা দক্ষতার সঙ্গে সামাল দিয়ে বিশ্বজুড়ে হন প্রশংসিত। করোনা মহামারি মোকাবিলাও জেসিন্ডা করেছেন দক্ষতার সঙ্গে।
Leave a Reply