মেক্সিকোর কারাবন্দি মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানকে গ্রেপ্তারের জেরে সিনালোয়া রাজ্যের দাঙ্গায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। নিহতদের মধ্যে ১০ সেনা সদস্য রয়েছেন। আহত হয়েছেন ৩৫ সেনা।
বৃহস্পতিবার সামরিক বিমানে করে অভিডিও গুজম্যান লোপেজকে সিনালোয়া থেকে মেক্সিকো সিটিতে নেওয়া হয়। গুজম্যানকে গ্রেপ্তারে সহায়তায় ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে এখনই দেশটির কাছে তাকে হস্তান্তরের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
দেশটির কারাবন্দি মাদক সম্রাট এল চাপোর ছেলেকে গ্রেপ্তারের জেরে উপকূলীয় রাজ্য সিনোলিয়াতে তাণ্ডব চালায় মাদক ব্যবসায়ীরা। বিক্ষোভের পর অভিযান চালিয়ে ২১ জনকে আটক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করে সামরিক বিমানে মেক্সিকো শহরে নিয়ে যাওয়া হয়। এরপর কুলিয়াকান শহরে মাদক চোরাচালানে জড়িত সদস্যরা বিমানবন্দরে হামলা, গাড়িতে আগুন এবং রাস্তা অবরোধ করে তাণ্ডব চালায়। এতে দাঙ্গাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।
Leave a Reply