সংবেদনশীল তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ নিয়ে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এই যুদ্ধজাহাজের ঢুকে পড়াকে যুক্তরাষ্ট্র রুটিনকাজ বললেও চীন একে সহজভাবে নিচ্ছে না।
গত কয়েক বছরে এ ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। কখনো যুক্তরাষ্ট্রের, কখনো মার্কিন মিত্র শক্তি কানাডা বা ব্রিটেনের যুদ্ধজাহাজ এই বিরোধপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। প্রতিবারই চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
শুক্রবার (৬ জানুয়ারি) এ সম্পর্কিত এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চাং-হুনের এই যাত্রা এটি বোঝাতেই যে, মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ওয়াশিংটনে নিযুক্ত চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংগু এক বিবৃতিতে বলেছেন, চীন দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরোধিতা করছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে আহ্বান করছে যেকোনো সংকটের উসকানি থেকে এই মুহূর্তেই বিরত হতে, যা তাইওয়ান প্রণালি ঘিরে উত্তেজনা বৃদ্ধি, অস্থিতিশীলতা সৃষ্টি ও শান্তি বিনষ্ট করতে পারে।
Leave a Reply