নতুন বছরেই মন্দার কবলে পড়বে বিশ্বের এক–তৃতীয়াংশ দেশ। যার প্রভাব পড়বে সারা বিশ্বে। সোমবার আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এ আশঙ্কার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ২০২৩ সাল গত বছরের তুলনায় কঠিন হবে। কারণ যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি ধীর গতিতে চলছে। মন্দার শঙ্কা নেই এমন দেশের লাখ লাখ মানুষের ওপরও মন্দার প্রভাব পড়বে বলে জানান তিনি।
এর কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধ, মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার এবং চীনে করোনার বিস্তারকে উল্লেখ করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
চলতি বছর বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন এক কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে জানিয়ে, ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, আগামী কয়েক মাস চীনের জন্য কঠিন সময়। ফলে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লে তাতে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হবে।
আইএমএফ বলছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি মন্থর বা সংকুচিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়া মানে চীন, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশে তার প্রভাব পড়বে। ফলে, এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির চাহিদা কমে যাবে। এ ছাড়া উচ্চ সুদের কারণে ব্যবসায়ীদের ঋণ গ্রহণের প্রবণতা কমে যাবে। এর ফলে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।
এর আগে গত অক্টোবরেই, ২০২৩ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের তুলনায় কম হবে বলে শঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
Leave a Reply