প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার পরই লুলা বলেছেন, অতি-দক্ষিণপন্থি বলসোনারো ব্রাজিলকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন। তার কাজ হবে, ব্রাজিলকে বাঁচানো এবং অবশ্যই অ্যামাজনকে রক্ষা করা। বলসোনারো অ্যামাজনের জঙ্গল যথেচ্ছভাবে কেটে ফেলার পক্ষে ছিলেন। লুলা তার সম্পূর্ণ বিরোধী।
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। গত অক্টোবরে বলসোনারোকে হারিয়ে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হলেন ৭৭ বছর বয়সি এই বামপন্থি নেতা।
কী প্রতিশ্রুতি দিলেন লুলা
প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর লুলা বলেছেন, তিনি সংবিধানকে মেনে চলবেন এবং রক্ষা করবেন। তিনি তিন কোটি ৩০ লাখ মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচাবেন। ১০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলবেন।
Leave a Reply