চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোই লক্ষ্য রাশিয়ার। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময়, পশ্চিমাদের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া-চীন অংশীদারিত্ব আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, প্রতিকূল বাহ্যিক পরিস্থিতি, পশ্চিমাদের অবৈধ বিধিনিষেধ এবং সরাসরি ব্ল্যাকমেল সত্ত্বেও, রাশিয়া এবং চীন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। একইভাবে দুইদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরদার করাও আমাদের লক্ষ্য। অব্যাহত ভূরাজনৈতিক উত্তেজনায়, স্থিতিশীলতা রক্ষা করতে রাশিয়া ও চীনের কৌশলগত অংশীদারত্বের গুরুত্ব বাড়ছে।
আসছে বসন্তে শি জিনপিং মস্কো সফর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন পুতিন। জিনপিংয়ের এই সফর বিশ্ববাসীকে রাশিয়া-চীনের ঘনিষ্ঠতা দেখিয়ে দেবে বলেও জানান তিনি।
এদিকে জিনপিং বলেন, বেইজিং এবং মস্কোর উচিত আন্তর্জাতিক বিষয়গুলোর সমন্বয় ও সহযোগিতা করা।
ইউক্রেনে শান্তি আলোচনার পথ মসৃণ হবে না উল্লেখ করে, এই বিষয়ে চীন ন্যায্য অবস্থান বজায় রাখবে বলেও জানান তিনি।
এদিকে, বিশ্ব নেতাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে ক্রেমলিন বলছে, এ তালিকা থেকে বাদ পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
Leave a Reply