ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। পেলের চাওয়া অনুযায়ী তার জন্মস্থান সান্তোসেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সর্বসাধারণ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে ভিলা বেলমিরোর মাঠে।
জীবনের দীর্ঘ সময় যে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, যেখান থেকে হয়ে উঠেছেন ফুটবল সম্রাট, তার চাওয়া অনুযায়ী সেই সান্তোস ক্লাব প্রাঙ্গণে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে পেলেকে। ২ জানুয়ারি ভিলা বেলমিরো স্টেডিয়ামে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। এর আগ পর্যন্ত আলবার্ট আইনস্টাইন হাসপাতালে রাখা হবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।
৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। নিয়ে যাওয়া হবে নিজ বাড়িতে শতবর্ষী মা ডোনা সেলেস্তের কাছে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সমাহিত করা হবে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা ভার্টিকাল সিমেট্রিতে।
পেলের মৃত্যুর খবর জানার সাথে সাথে ভিড় বাড়তে থাকে হাসপাতালের সামনে। তকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন ভক্ত সমর্থকরা।
ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। পেলের চাওয়া অনুযায়ী তার জন্মস্থান সান্তোসেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সর্বসাধারণ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে ভিলা বেলমিরোর মাঠে।
জীবনের দীর্ঘ সময় যে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, যেখান থেকে হয়ে উঠেছেন ফুটবল সম্রাট, তার চাওয়া অনুযায়ী সেই সান্তোস ক্লাব প্রাঙ্গণে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে পেলেকে। ২ জানুয়ারি ভিলা বেলমিরো স্টেডিয়ামে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। এর আগ পর্যন্ত আলবার্ট আইনস্টাইন হাসপাতালে রাখা হবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।
৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। নিয়ে যাওয়া হবে নিজ বাড়িতে শতবর্ষী মা ডোনা সেলেস্তের কাছে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সমাহিত করা হবে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা ভার্টিকাল সিমেট্রিতে।
পেলের মৃত্যুর খবর জানার সাথে সাথে ভিড় বাড়তে থাকে হাসপাতালের সামনে। তকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন ভক্ত সমর্থকরা।
সমর্থকরা বলছে, আমাদের কাছে পেলে শুধু সান্তোসের একজন খেলোয়াড়ই ছিলেন না। তিনি আমাদের জীবনের একটা অংশ। মনে হচ্ছে আমরা আমাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছি। পেলে মারা যান নি, এডসন মারা গেছেন। পেলে বেঁচে থাকবেন সকল ক্রীড়াপ্রেমীদের মাঝে। তিনি অমর।
পেলের প্রয়াণে পুরো বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু বলেন, পেলের মৃত্যুর সংবাদটি ঠিক নয়। কোথাও কোনো ভুল হচ্ছে। তার তো মৃত্যু নেই। তিনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। তিনি একটু বিশ্রামে গেছেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্যে, ফুটবলের জন্য সত্যিই মর্মান্তিক দিন। পেলে শতাব্দীর সেরা অ্যাথলেট। পেলে যা করতে চেয়েছেন তা অনেকে স্বপ্নেও ভাবে না।
ফুটবল রাজপুত্রের বিদায়ে আলোকিত করা হয়েছে রিও ডি জেনিরোর ক্রিস্ট রিডিমার স্মৃতিস্তম্ভ। কোনো খেলা না থাকলেও ঝলকানি দেখা গেছে জাতীয় স্টেডিয়ামে মারাকানায়।
তার স্মরণে হলুদ সবুজ আলোতে সাজানো হয়েছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামও। বিভিন্ন ভাবে পেলেকে তুলে ধরেছেন নিউইয়র্ক বাসী।
পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো।
Leave a Reply