1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

ইউক্রেনকে কত সাহায্য দিয়েছে জার্মানি?

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ বার পঠিত

জার্মানির কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির অর্থনীতিবিদরা ইউক্রেনকে দেয়া বিশ্বের বিভিন্ন দেশের সহায়তার খবর রাখছেন৷

জার্মানির কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির অর্থনীতিবিদরা ইউক্রেনকে দেয়া বিশ্বের বিভিন্ন দেশের সহায়তার খবর রাখছেন৷

https://p.dw.com/p/4LGtv

তাদের হিসেবে, যুদ্ধ শুরুর পর জার্মানি এখন পর্যন্ত ইউক্রেনকে ২.৩ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দিয়েছে বা অঙ্গীকার করেছে৷

জার্মানির চেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র (২৩ বিলিয়ন ইউরো) ও যুক্তরাজ্য (৪.১ বিলিয়ন ইউরো)৷

সামরিক সরঞ্জাম দেয়া ছাড়াও পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে৷ ইউরোপীয় ইউনিয়ন জানুয়ারি মাসে ইউক্রেনকে আরও ১৮ বিলিয়ন ইউরো সামরিক, মানবিক ও আর্থিক সহায়তা দেয়ার কথা জানিয়েছে৷ সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউক্রেনকে দেয়া মোট সহায়তার পরিমাণ হবে ৫২ বিলিয়ন ইউরো৷ আর যুক্তরাষ্ট্রের হবে ৪৮ বিলিয়ন ইউরো৷

কিল ইনস্টিটিউটের অর্থনীতিবিদরা ‘ইউক্রেন সাপোর্ট ট্র্যাকার’ (https://app.23degrees.io/view/x67vE7NsM3NeQu7z-atlas-slideshow_v4-atlantic/fY83zKIZpbLi3ll5-choro-ukraine-aid-tracker-final-data

) নামে নিয়মিত একটি প্রতিবেদন প্রকাশ করছেন৷

কিল ইনস্টিটিউটের অর্থনীতিবিদ আন্দ্রে ফ্রাঙ্ক ডয়চে ভেলেকে জানান, ইউক্রেনকে দেয়া জার্মানির সহায়তার পরিমাণ আরও বেশি হতে পারে কারণ, আইরিস-টি এসএলএম এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য জার্মানি ঠিক কতগুলো মিসাইল দিয়েছে, সেটা সরকার জানায়নি৷ অথচ এই সিস্টেম ব্যবহার করে ইউক্রেন কিয়েভের আশেপাশে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ঠেকিয়ে আসছে৷ একেকটি আইরিস-টি মিসাইলের দাম বিশ্ব বাজারে ছয় লাখ ১৬ হাজার ডলার বলে জানিয়েছেন আন্দ্রে ফাঙ্ক৷

এছাড়া আরেকটি বিষয়ও সহায়তার প্রকৃত মূল্য নির্ধারণ করতে অর্থনীতিবিদদের সমস্যায় ফেলছে বলে জানান তিনি৷ যেমন স্লোভাকিয়া ও স্লোভেনিয়া ইউক্রেনকে সোভিয়েত আমলের ট্যাঙ্ক দিয়েছে৷ এর বিনিময়ে দেশ দুটি জার্মানি থেকে সামরিক সরঞ্জাম পেয়েছে৷

সামরিক সহায়তার মূল্য নির্ধারণ করতে কিল ইনস্টিটিউটের অর্থনীতিবিদরা নিজেরা বিভিন্ন জিনিসের মূল্য নির্ধারণ করে নিচ্ছেন, যেমন জার্মানি ইউক্রেনকে এখন পর্যন্ত ৩০টি গেপার্ড ট্যাঙ্ক দিয়েছে৷ ঠাণ্ডা যুদ্ধ চলাকালীন সময়ের এই ট্যাঙ্কগুলো জার্মানি আর ব্যবহার করতো না৷ ফলে সেই অর্থে এগুলোর বর্তমান কোনো মূল্য নেই৷ তবে গণনার সুবিধার্থে অর্থনীতিবিদরা এগুলোর মূল্য ঠিক করে নিয়েছেন৷ তাদের হিসেবে একেকটি গেপার্ড ট্যাঙ্কের দাম ১.২ মিলিয়ন ডলার৷ এই ট্যাঙ্ক ব্যবহার করে ইউক্রেন রুশ মিসাইল হামলা থেকে নিজেদের রক্ষা করছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com