তার বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ আনার ব্যাপারে বিচার বিভাগকে সুপারিশ করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস সিলেক্ট কমিটি।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভিসের (প্রতিনিধি পরিষদ) ক্ষমতাসীন দলের সদস্যদের নিয়ে গঠিত সিলেক্ট কমিটির এ সুপারিশ মানতে বাধ্য নয় মার্কিন বিচার বিভাগ। তবে ডেমোক্র্যাট দলীয় সদস্য জেমি রাসকিন বলছেন, এসব সুপারিশের বিপরীতে প্রচুর প্রমাণ তাদের হাতে আছে। তবে ক্যাপিটল হামলার ঘটনায় কংগ্রেস একাই তদন্ত করছে না, এ ব্যাপারে বিচার বিভাগের পৃথক তদন্তও চলমান।
বিচার বিভাগের তদন্তে কী ফলাফল আসবে তা বিবেচনার বাইরে রেখেও বলা যায়, যদি সিলেক্ট কমিটির সুপারিশ করা অভিযোগগুলো প্রমাণিত হয় তবে ট্রাম্পকে কয়েক কোটি ডলার জরিমানা, এমনকি তার ২০ বছরের কারাদণ্ডও হতে পারে।
তার বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ আনার ব্যাপারে বিচার বিভাগকে সুপারিশ করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস সিলেক্ট কমিটি।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভিসের (প্রতিনিধি পরিষদ) ক্ষমতাসীন দলের সদস্যদের নিয়ে গঠিত সিলেক্ট কমিটির এ সুপারিশ মানতে বাধ্য নয় মার্কিন বিচার বিভাগ। তবে ডেমোক্র্যাট দলীয় সদস্য জেমি রাসকিন বলছেন, এসব সুপারিশের বিপরীতে প্রচুর প্রমাণ তাদের হাতে আছে। তবে ক্যাপিটল হামলার ঘটনায় কংগ্রেস একাই তদন্ত করছে না, এ ব্যাপারে বিচার বিভাগের পৃথক তদন্তও চলমান।
বিচার বিভাগের তদন্তে কী ফলাফল আসবে তা বিবেচনার বাইরে রেখেও বলা যায়, যদি সিলেক্ট কমিটির সুপারিশ করা অভিযোগগুলো প্রমাণিত হয় তবে ট্রাম্পকে কয়েক কোটি ডলার জরিমানা, এমনকি তার ২০ বছরের কারাদণ্ডও হতে পারে।
সবমিলিয়ে বিবেচনা করলে, ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের সিলেক্ট কমিটির অভিযোগ তার জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দেবে। বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টিকে তো সুবিধা দেবেই, নিজের ঘর রিপাবলিকান পার্টিতেও তার জায়গা নড়বড়ে হয়ে যেতে পারে। তাই নতুন বছরের শুরুতেই যত দ্রুত সম্ভব ট্রাম্প তার গায়ে লেগে থাকা সব অভিযোগের কালিমা মুছে ফেলতে চাইবেন বলেই ধারণা করা যায়।
Leave a Reply