এদেশে আর যাই হোক, কোনো স্বাধীনতাবিরোধী থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সেই অশক্তিকে আর কোনোভাবেই জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত মহান বিজয় দিবসের এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা এদেশকে পাকিস্তানে ফেরত নিয়ে যেতে চেয়েছিল। সংবিধানকে ধ্বংস করে জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে। ওই সময় নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়। ১৯টি ক্যু’র পরে হত্যা করা হয় অসংখ্য মুক্তিযোদ্ধাকে। নিষিদ্ধ করা হয় ৭ মার্চের ভাষণ, নিষিদ্ধ করা হয় বঙ্গবন্ধু, নিষিদ্ধ করা হয় রণাঙ্গনের ‘জয় বাংলা’ স্লোগান।
২১ বছর ধরে সামরিক ও স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট এদেশের মানুষকে পথের দিশা দিয়েছেন শেখ হাসিনা। ৮১ থেকে ৯৬ পর্যন্ত আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে তিনি সফল হন। ৯৬ থেকে ২০০১ সালে শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থপতি ও প্রো ভাইস চ্যান্সেলর ড. নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে শিক্ষামন্ত্রী নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, মহারাজা জে এন স্কুল এন্ড কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
Leave a Reply