প্রকৃতির কোলে বেশি সময় কাটালে যে শরীর ও মনের উপর চাপ কমে যায়, বৈজ্ঞানিক গবেষণাতেও তার প্রমাণ পাওয়া যাচ্ছে৷ আয়ারল্যান্ডে এক বিলাসবহুল স্থাপনায় রাত কাটানোর অভিনব ব্যবস্থা রয়েছে৷
গোটা ইউরোপ জুড়ে ক্যাম্পিং গ্রাউন্ডে রাত কাটানোর প্রবণতা বেড়ে চলেছে৷ করোনা মহামারির আগেই উৎসাহ বাড়তে শুরু করেছিল৷ শুধু জার্মানিতেই ২০১৩ সাল থেকে নতুন ক্যাম্পারভ্যানের নথিকরণ প্রায় তিন গুণ বেড়ে গেছে৷ তবে প্রকৃতিপ্রেমিদের জন্য এ ছাড়াও আরও কিছু ভিন্নধর্মী পথ খোলা আছে৷
যেমন জার্মানির উপকূলে কোকুনের আকারের বিচ চেয়ার৷ অথবা সাহসিদের জন্য অস্ট্রিয়ার খাদের উপর ঝোলার ব্যবস্থা৷ সুইজারল্যান্ডের আল্পস পর্বতে বাতিল কেবেল কারের মধ্যে রাত কাটানো বরং বেশি আরামের৷
লিউক ওয়াটারসন ও কেরি ওয়াকার ‘লোনলি প্ল্যানেট’ ট্রাভেল গাইড বইয়ের জন্য দুইশোরও বেশি জায়গায় থেকেছেন৷ লিউক বলেন, ‘‘আমরা আরো এমন সৃজনশীল ‘ব্যাক টু নেচার’ অভিজ্ঞতা খতিয়ে দেখছিলাম৷ ক্যাম্পসাইট ছাড়াও যেখানে খোলা আকাশের নীচে নানা দিক উপভোগ করা যায়৷ যেমন রাখালদের কুঁড়েঘর, অ্যাবার্ডিনশায়ারের ১৯৫০-এর দশকের দমকল ট্রাক অথবা গাছের উপর ট্রিহাউস৷’’
খোলা আকাশের নীচে ইউরোপের অন্যতম বিলাসবহুল থাকার জায়গা ফিন লখ ফরেস্ট হাইডঅ্যাওয়ে৷ নর্দার্ন আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম হ্রদ লখ আর্নের তীরে কাচের বুদবুদের মতো ‘বাবল ডোম’-এর সমষ্টি এটি৷ গিলিয়ান বেয়ার নিজের ভাইয়ের সঙ্গে মিলে পৈতৃক ক্যাম্পগ্রাউন্ডে সেগুলি গড়ে তুলেছেন৷ তিনি বলেন, ‘‘বাবল ডোমগুলির বৈশিষ্ট্য হলো, সেগুলি পুরোপুরি জঙ্গলের পরিবেশে প্রকৃতির মধ্যে ডুবে রয়েছে৷ অতিথি ও বাইরের জগতের মধ্যে সম্পূর্ণ সংযোগ রয়েছে৷ সকালে ঘুম ভাঙার পর সবার আগে তাঁরা আকাশ, আশেপাশের গাছ দেখতে পান, পাখির ডাক শুনতে পান৷ অন্য কোনো হোটেলের ঘরে প্রকৃতির মধ্যে পুরোপুরি ডুবে যাবার উপায় নেই৷’’
ফিন লখে সময় কাটানোর মাসুল কম নয়৷ রাত-প্রতি কমপক্ষে সাড়ে তিনশো ইউরো গুনতে হয়৷ উচ্চ মানের ‘ব্যাক টু নেচার’ অভিজ্ঞতা মোটেই সস্তার নয়৷ লিউক ওয়াটারসন বলেন, ‘‘জঙ্গলে ক্যাম্পিং আমার খুব ভালো লাগে৷ আমার মতে, প্রকৃতির উপর চোখ বোলানো, জলাভূমি, জঙ্গল ও নদীর সংযোগস্থল খোঁজা, তাঁবু খাটানোর উপযুক্ত জায়গা স্থির করা একেবারে খাঁটি অভিজ্ঞতা৷ কিন্তু তিন দিন ধরে মুষলধারে বৃষ্টির পর এমন জায়গা পেলে আমি না বলবো না৷’’
প্রকৃতির মধ্যে ডুব দেবার অন্যতম উপায় হলো হ্রদের পানিতে ঝাঁপ দেওয়া৷ কিন্তু নক্ষত্রথচিত আকাশের নীচে বাবল ডোমের মধ্যে আরাম অনেক বেশি৷
হেন্ড্রিক ভেলিং/এসবি
Leave a Reply