1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
নোটিশ :
গাজায় নৃশংসতা: ইসরায়েলি সঙ্গীতের সময় পিঠ দেখিয়ে ইতালীয়দের প্রতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে চার ‘হাতিয়ার’: হামলা, মামলা, হুমকি, মব বিভাজন আর বিভক্তি যেন জাতীয় পার্টির নিয়তি আগামী মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু কাতারে ইসরায়েলি বিমান হামলা, যা বললেন তারেক রহমান ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জেন-জিদের পছন্দ র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
ব্রেকিং নিউজ :
গাজায় নৃশংসতা: ইসরায়েলি সঙ্গীতের সময় পিঠ দেখিয়ে ইতালীয়দের প্রতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে চার ‘হাতিয়ার’: হামলা, মামলা, হুমকি, মব বিভাজন আর বিভক্তি যেন জাতীয় পার্টির নিয়তি আগামী মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু কাতারে ইসরায়েলি বিমান হামলা, যা বললেন তারেক রহমান ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জেন-জিদের পছন্দ র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা

ইউরোপে খোলা আকাশের নীচে রাত কাটানো

  • আপডেট সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ বার পঠিত

প্রকৃতির কোলে বেশি সময় কাটালে যে শরীর ও মনের উপর চাপ কমে যায়, বৈজ্ঞানিক গবেষণাতেও তার প্রমাণ পাওয়া যাচ্ছে৷ আয়ারল্যান্ডে এক বিলাসবহুল স্থাপনায় রাত কাটানোর অভিনব ব্যবস্থা রয়েছে৷

গোটা ইউরোপ জুড়ে ক্যাম্পিং গ্রাউন্ডে রাত কাটানোর প্রবণতা বেড়ে চলেছে৷ করোনা মহামারির আগেই উৎসাহ বাড়তে শুরু করেছিল৷ শুধু জার্মানিতেই ২০১৩ সাল থেকে নতুন ক্যাম্পারভ্যানের নথিকরণ প্রায় তিন গুণ বেড়ে গেছে৷ তবে প্রকৃতিপ্রেমিদের জন্য এ ছাড়াও আরও কিছু ভিন্নধর্মী পথ খোলা আছে৷

যেমন জার্মানির উপকূলে কোকুনের আকারের বিচ চেয়ার৷ অথবা সাহসিদের জন্য অস্ট্রিয়ার খাদের উপর ঝোলার ব্যবস্থা৷ সুইজারল্যান্ডের আল্পস পর্বতে বাতিল কেবেল কারের মধ্যে রাত কাটানো বরং বেশি আরামের৷

লিউক ওয়াটারসন ও কেরি ওয়াকার ‘লোনলি প্ল্যানেট’ ট্রাভেল গাইড বইয়ের জন্য দুইশোরও বেশি জায়গায় থেকেছেন৷ লিউক বলেন, ‘‘আমরা আরো এমন সৃজনশীল ‘ব্যাক টু নেচার’ অভিজ্ঞতা খতিয়ে দেখছিলাম৷ ক্যাম্পসাইট ছাড়াও যেখানে খোলা আকাশের নীচে নানা দিক উপভোগ করা যায়৷ যেমন রাখালদের কুঁড়েঘর, অ্যাবার্ডিনশায়ারের ১৯৫০-এর দশকের দমকল ট্রাক অথবা গাছের উপর ট্রিহাউস৷’’

খোলা আকাশের নীচে ইউরোপের অন্যতম বিলাসবহুল থাকার জায়গা ফিন লখ ফরেস্ট হাইডঅ্যাওয়ে৷ নর্দার্ন আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম হ্রদ লখ আর্নের তীরে কাচের বুদবুদের মতো ‘বাবল ডোম’-এর সমষ্টি এটি৷ গিলিয়ান বেয়ার নিজের ভাইয়ের সঙ্গে মিলে পৈতৃক ক্যাম্পগ্রাউন্ডে সেগুলি গড়ে তুলেছেন৷ তিনি বলেন, ‘‘বাবল ডোমগুলির বৈশিষ্ট্য হলো, সেগুলি পুরোপুরি জঙ্গলের পরিবেশে প্রকৃতির মধ্যে ডুবে রয়েছে৷ অতিথি ও বাইরের জগতের মধ্যে সম্পূর্ণ সংযোগ রয়েছে৷ সকালে ঘুম ভাঙার পর সবার আগে তাঁরা আকাশ, আশেপাশের গাছ দেখতে পান, পাখির ডাক শুনতে পান৷ অন্য কোনো হোটেলের ঘরে প্রকৃতির মধ্যে পুরোপুরি ডুবে যাবার উপায় নেই৷’’

প্রকৃতির মাঝে অন্যরকম হোটেল

লিউক ওয়াটারসন স্বাস্থ্যের উপর প্রকৃতির কোলে সময় কাটানোর প্রভাব তুলে ধরেন৷ এর বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে৷ ২০১৭ সালে গবেষকরা সুইডেনের জঙ্গলে পাঁচ জন শহরবাসীর কিছু সময় কাটানোর ব্যবস্থা করেছিলেন৷ মাত্র পাঁচ দিন পরেই তাঁদের শরীরে স্ট্রেস হরমোন ও রক্তচাপের মাত্রা অনেক কমে গিয়েছিল৷ সেই এক্সপেরিমেন্টের জন্য তৈরি কুঁড়েঘরে এখন অন্য অতিথিরাও সময় কাটাতে পারেন৷ লিউক বলেন, ‘‘তখন আপনি আরও মৌলিক বিষয়, অনাবিল আনন্দের প্রতি মনোযোগ দেবেন৷ আশেপাশের গাছপালা, পাখি দেখবেন, প্রাণীদের ও প্রকৃতির শব্দ শুনবেন৷ এবং সেটা করতে গিয়ে এমন আরাম বোধ করবেন, যা আগে কখনো সম্ভব বলে মনে হতো না৷’’

ফিন লখে সময় কাটানোর মাসুল কম নয়৷ রাত-প্রতি কমপক্ষে সাড়ে তিনশো ইউরো গুনতে হয়৷ উচ্চ মানের ‘ব্যাক টু নেচার’ অভিজ্ঞতা মোটেই সস্তার নয়৷ লিউক ওয়াটারসন বলেন, ‘‘জঙ্গলে ক্যাম্পিং আমার খুব ভালো লাগে৷ আমার মতে, প্রকৃতির উপর চোখ বোলানো, জলাভূমি, জঙ্গল ও নদীর সংযোগস্থল খোঁজা, তাঁবু খাটানোর উপযুক্ত জায়গা স্থির করা একেবারে খাঁটি অভিজ্ঞতা৷ কিন্তু তিন দিন ধরে মুষলধারে বৃষ্টির পর এমন জায়গা পেলে আমি না বলবো না৷’’

প্রকৃতির মধ্যে ডুব দেবার অন্যতম উপায় হলো হ্রদের পানিতে ঝাঁপ দেওয়া৷ কিন্তু নক্ষত্রথচিত আকাশের নীচে বাবল ডোমের মধ্যে আরাম অনেক বেশি৷

হেন্ড্রিক ভেলিং/এসবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com