1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম দিতে চলেছে ওয়াশিংটন

  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার পঠিত

রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনকে উন্নত প্যাট্রিয়ট প্রণালী হস্তান্তরের সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন প্রশাসন৷ এদিকে বিপর্যস্ত নাগরিক পরিষেবা চালু রাখতে ১০০ কোটি ইউরো সহায়তা পাচ্ছে ইউক্রেন৷

যুদ্ধক্ষেত্রে প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা অবশ্য বেশ জটিল প্রক্রিয়া৷ বিশাল এই সরঞ্জাম চালাতে অনেক সৈন্যের প্রয়োজন হয়৷ সাধারণত বেশ কয়েক মাসের প্রশিক্ষণের পরেই কোনো সেনাবাহিনী সেই সিস্টেম কাজে লাগাতে পারে৷ তবে এ ক্ষেত্রে সময়ের অভাবে সম্ভবত জার্মানিতে ইউক্রেনীয়সৈন্যদের ‘ক্র্যাশ কোর্স’ দিয়ে ইউক্রেনে যত দ্রুত সম্ভব পেট্রিয়ট প্রণালী চালু করতে চায় ওয়াশিংটন৷ উল্লেখ্য, অ্যামেরিকা এর আগে ইউক্রেনকে ‘ন্যাসাম্স’ এয়ার ডিফেন্স প্রণালী হস্তান্তর করেছে৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী সেই প্রণালী অত্যন্ত সফলভাবেরাশিয়ার ক্ষেপণাস্ত্র আগেভাগেই অকেজো করে দিচ্ছে৷

ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের আঁচ পেয়ে রাশিয়া তর্জনগর্জন শুরু করে দিয়েছে৷ সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ন্যাটোকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনকে পেট্রিয়ট প্রণালী দিলে রাশিয়া সেই পদক্ষেপকে প্ররোচনা হিসেবে গণ্য করবে৷ মস্কো এদিকে  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তি প্রস্তাবও উড়িয়ে দিয়েছে৷ ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে উলটে ইউক্রেনের পূর্বাংশে জবরদখল মেনে নেবারপালটা প্রস্তাব দিয়েছে রাশিয়া৷ মঙ্গলবারও ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষ চলেছে৷ বাখমুট নামের ছোট এক শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েক মাস ধরে গোলাবর্ষণ চলছে৷

মঙ্গলবার প্যারিসে এক দাতা সম্মেলনে প্রায় ৭০টি দেশ ও প্রতিষ্ঠান ইউক্রেনের জন্য ১০০ কোটি ইউরোর বেশিসহায়তার অঙ্গীকার করেছে৷ রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের পানি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও পরিবহণ পরিষেবা চালু রাখতে সেই সহায়তা কাজে লাগানো হবে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com