আয়ারল্যান্ড ও সাইপ্রাস ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সব ‘আদি’ সদস্যই ২৬ সদস্যের শেঙেন চুক্তির আওতায় পড়ে৷ এছাড়া নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন ইইউ সদস্য না হয়েও এই কাঠামোয় যোগদান করেছে৷ শেঙেন এলাকার বহির্সীমানায় কড়া নিয়ন্ত্রণ থাকলেও সদস্য দেশগুলির মধ্যে সীমানায় সাধারণত কোনো নিয়ন্ত্রণই থাকে না৷ এক কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে বহিরাগতদের ভিসা সংক্রান্ত তথ্য জমা হয়, যা সব সদস্য দেশের নাগালে থাকে৷ চুক্তি স্বাক্ষরকারী সব দেশের সম্মতি ছাড়া নতুন কোনো দেশকে এই কাঠামোর অন্তর্গত করা সম্ভব নয়৷
Leave a Reply