যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই সৌদি আরবে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীন-আরব শীর্ষ সম্মেলনে ২ হাজার ৯শ কোটি ডলারের চুক্তি হওয়ার কথা রয়েছে। শি জিনপিং-এর সফরকে আরব-চীন সম্পর্কের মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বুধবার রিয়াদ বিমানবন্দরে পৌঁছায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বহনকারী বিমান। এসময় তাকে স্বাগত জানান রিয়াদের গর্ভনর প্রিন্স ফয়সাল বিন আন্দার আল সৌদ, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহার আল সৌদসহ সৌদি কর্মকর্তারা। দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা।
তিন দিনের সফরে প্রথমবারের মতো চীন-আরব শীর্ষ সম্মেলনে যোগ দেবেন জিনপিং। সম্মেলনে ২ হাজার ৯শ কোটি ডলারের চুক্তি হওয়ার কথা রয়েছে।
চীন-জিসিসি সম্মেলনেও যোগ দেবেন জিনপিং। ১৪ আরব নেতাও অংশ নেবেন এই সম্মেলনে।
এ সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, দুই দেশের অভিন্ন উন্নয়নের প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক নানা ইস্যুতে আরো কৌশলগত বোঝাপড়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বেইজিং।
শি জিনপিং-এর এ সফরকে আরব-চীন সম্পর্কের মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে, এ সফরে অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিশ্বব্যাপী চীনের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে আন্তর্জাতিক শৃঙ্খলার অনুপযোগী বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।
তেল উৎপাদন ইস্যুতে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ চলছে। সেইসাথে, তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতেও চীনের সাথেও বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে চীনা প্রেসিডেন্টের সৌদি সফরকে ভালো চোখে দেখছে না বাইডেন প্রশাসন।
Leave a Reply