1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

কাতার বিশ্বকাপ ২০২২: কাতার বিশ্বকাপ ফুটবলে আরব দর্শকরা ইহুদিবাদী গণমাধ্যমকে বয়কট করেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১০৫ বার পঠিত

কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল ২০২২ ম্যাচের আরব দর্শকরা ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলোকে বয়কট করেছে।

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুলবল। কাতারে চলমান এই বিশ্বকাপ ফুটবলের আসরে আরব দর্শকদের কাছ থেকে সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেছিল ইহুদিবাদী গণমাধ্যমগুলো। কিন্তু আরব দর্শকরা তাদের সঙ্গে কথা বলতে রাজি হয় নি, সচেতনভাবে দূরত্ব বজায় রেখেছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রয়টার্স এক প্রতিবেদনে দেখিয়েছে ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলোর সাংকাদিকদের সঙ্গে  আরব দর্শকদের বাদানুবাদ চলছে। বিশ্বকাপ ফুটবলের খবরাখবর কভার করার জন্য ওইসব সাংবাদিক কাতারে গেছে। কিন্তু ইসরাইলি রেডিও-টিভি ‘কান’-এর সাংবাদিকরা আরব দর্শকদের সাক্ষাৎকার নিতে ব্যর্থ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিভি চ্যানেল-টুয়েলভের সাংবাদিকরা রয়টার্সকে আরও বলেছেন, ইসরাইলি মিডিয়া যারই সাক্ষাৎকার নিতে চেয়েছে সে-ই প্রত্যাখ্যান করেছে এবং সরে গেছে।

ইন্টারনেটে একটি ফিল্মও প্রচারিত হচ্ছে যেখানে দেখানো হয়েছে সৌদি টিমের দর্শকসহ কাতার এবং লেবাননের কয়েকজন দর্শক ইসরাইলি সাংবাদিকদের সঙ্গে কথা না বলে তাদের এড়িয়ে গেছে। চ্যানেল টুয়েলভের সাংবাদিক বলেন তার পাশেই ফিলিস্তিনি দর্শকরা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ফিলিস্তিনের পতাকা নেড়ে তারা তাকে বলেছে: কাতার থেকে ‘বেরিয়ে যাও’!

এর আগেও আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ‘ফিফা’র ওয়েবসাইটে কাতার  বিশ্বকাপের জন্য ডিসকাউন্ট টিকিট বিক্রয় বিভাগ তাদের সদস্য-তালিকা থেকে ইসরায়েল নামক ভুয়া শব্দটি সরিয়ে দিয়েছে।

রয়টার্স আরও লিখেছে, ইহ্রদিবাদী ইসরাইলের কর্মকর্তারা আশা করেছিলো ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে সম্পর্ক স্বাভাবিকিকরণের পর সুদান এবং মরক্কোর সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক হতে পারে। একইসঙ্গে সৌদি-আরবসহ আরও অনেক আরব দেশকেই এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com