দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ কথা বলেন।
এ সময় দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতিকে বিপর্যয়ে ফেলে কোনো প্রকল্প নয়।
প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে ব্রিজের নামগুলো হবে স্থানীয় নদীর নামে। একই সাথে আসছে মাসগুলোতে মূল্যস্ফীতি কমার বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের তুলে ধরা তথ্যে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, চলতি অর্থবছর প্রায় ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। জুলাই থেকে অক্টোবর সময়ে প্রবাসী আয় এসেছে ৭ দশমিক ১৯৮ বিলিয়ন ডলার। রিজার্ভের পরিস্থিতিও আগের চেয়ে ভালো।
এ সভায় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সত্যজিত কর্মকার, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম এবং তথ্য, ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন সিদ্দিকি প্রমুখ।
Leave a Reply