যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সাময়িক অস্ত্রবিরতিতে যাবে না ইউক্রেন। নতুন এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারে রুশ আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের ওপর জোর দেন তিনি। এদিকে, এক সপ্তাহেই আড়াই হাজার রুশ সেনা হত্যার দাবি করেছে কিয়েভ।
নয় মাস ধরে চলছে ইউক্রেনে রুশ অভিযান। ঠিক কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে, তা নিয়ে বিশ্বজুড়েই চলছে নানা আলোচনা। নতুন প্রকাশিত এক ভিডিওতে এনিয়ে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ভলোদিমির জেলেনস্কি সাফ জানান, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সাময়িক অস্ত্রবিরতিতে যাবে না ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই বছরের বিভিন্ন ফোরামের অন্যতম আলোচনা বিষয় ছিল ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসন। কীভাবে এই যুদ্ধ শেষ হবে সেই প্রশ্নও বার বার উঠছে। আমি সাফ জানাতে চাই, স্বল্প সময়ের যুদ্ধ বিরতিতে রাজি হয়ে মস্কোকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ দেয়া হবে না। ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারে রুশ আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংস করতে হবে।
খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর অন্যান্য এলাকায় চলছে রাশিয়া- ইউেক্রেনীয় যোদ্ধাদের পাল্টাপাল্টি আক্রমণ। কিয়েভের দাবি, তীব্র প্রতিরোধ যুদ্ধে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে মস্কো। এক সপ্তাহে আড়াই হাজার রুশ সেনা হত্যার দাবি তাদের। ধ্বংস করা হয়েছে রাশিয়ার অনেক ট্যাংক, সামরিক যান এবং ড্রোন। এসব ড্রোন ইরানের তৈরি বলে দাবি ইউক্রেন ও এর পশ্চিমা মিত্রদের।
এদিকে, ইউক্রেনকে ৬ কোটি ডলার প্রতিরক্ষা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবার কিয়েভ সফরে গিয়ে শনিবার এ ঘোষণা দেন তিনি। এসময় ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখারও অঙ্গীকার করেন সুনাক।
নতুন প্যাকেজে রুশ ড্রোন হামলা প্রতিহত করার মতো অ্যান্টি-এয়ারক্রাফট গান এবং রাডারের মতো প্রযুক্তি থাকবে বলে জানা গেছে। বৈঠকে ইউক্রেন ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি।
Leave a Reply