যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক, সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধে আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত।
বুধবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। খবর মিডিল ইস্ট আই।প্রতিবেদনে বলা হয়, সাজা পাওয়া ওই ব্যক্তির বয়স ৬৬ বছর। তিনি তুরস্কের ইসলামিক টেলিভিশনে বক্তা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যা দিতেন তিনি। আদনান ওকতার হারুন ইয়াহিয়া ছদ্মনামে লিখতেন। এর আগে এক মামলায় তাঁর ১ হাজার ৭৫ বছরের কারাদণ্ডের সাজা হয়।
এর আগে ২০২১ সালে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক, সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য ১ হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়।
পুনর্বিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগে আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া আরও ১০ জন সন্দেহভাজনকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত।
Leave a Reply