শামা ওবায়েদ বলেন, ‘আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। গত দুদিন ধরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। আজ (শুক্রবার) ও কাল (শনিবার) বন্ধ থাকবে। দুদিন আগেই নগরকান্দি থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) রাতে বোয়ালমারি থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেকিং চলছে। রাস্তায় রাস্তায় হয়রানি চলছে। তারপরও ফরিদপুরের পাঁচটি জেলা থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী পুলিশি বাধা অতিক্রম করে সমাবেশস্থলে এসেছেন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের মহড়া চলছে। সেই সঙ্গে কিছু উসকানিমূলক কর্মকাণ্ড করছে, যেগুলো না হলে ভালো হতো। দূর থেকে আসা সাধারণ জনগণ দুদিন আগে সমাবেশে চলে আসছে। তারা এখন শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান করছে। আমরা বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সফল সমাবেশ করতে চাই।’
Leave a Reply