খুলনার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো আজ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টায় যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনে করে মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে খুলনা থেকে ঢাকায় যেতে পারবে খুলনার মানুষ। ট্রেনটি আনুমানিক সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনার স্টেশন ছেড়ে ট্রেনটি নওয়াপাড়া, সিংগিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব ৩৭৬ কিলোমিটার। নতুন এ রেলপথ নির্মাণে যাতায়াতে দূরত্ব কমেছে ১৭৭ কিলোমিটার।
Leave a Reply