অক্টোবর মাসে মূল্যস্ফীতি ০.২% কমে দাড়িয়েছে ৮.৯১ শতাংশে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
একই সাথে মজুরি সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ। মূল্যস্ফীতি কমে মজুরি বেড়ে যাওয়ায় দুঃসময়ে নিন্ম আয়ের ভোক্তারা কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে বৈঠকে প্রায় ৪ হাজার কোটি ব্যয় ধরে ৭ টি প্রকল্প অনুমোদিত হয়।
পরিকল্পনা মন্ত্রী জানান, এখন থেকে সশরীরে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেংগু প্রতিরোধে দেশের মানুষ, সিটি কর্পোরেশনসহ সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রী আরও জানান, বিশ্ব প্রেক্ষপটে বর্তমান সময়ে অর্থনীতির হালনাগাদ তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।
Leave a Reply