পাচার হওয়া অর্থ ফেরাতে সদস্য দেশগুলোকে সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আইএমএফএর সঙ্গে বাংলাদেশের এই মুহুর্তে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের সপ্তাহব্যাপী সম্মেলনের ১ম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জিওরগিভা। আলোচনায় বারবার উঠে আসে বাংলাদেশের প্রতিবেশি শ্রীলংকার কথা।
সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জিওরগিভা শ্রীলংকার উদাহরণ দিয়ে বলেছেন, দেশটিতে সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে সাফল্য তাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। দেশটিতে রাজাপাকসে সরকারের দুর্নীতি, উচ্চ মূল্যস্ফীতি, সরকার পতন এবং অর্থনীতির দেউলিয়া দশা নিয়ে কথা বলেন আলোচকরা।
প্রতিবেশি সদস্য দেশগুলোতে নীতি নির্ধারকদের সঙ্গে শ্রীলংকার অভিজ্ঞতা শেয়ার করার উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। এছাড়াও বাংলাদেশের মত উন্নয়নশীল এবং কম আয়ের দেশে সংখ্যার বিচারে মূল্যস্ফীতি কমাটাই সব নয় বলে মন্তব্য করেন আইএমএফ এমডি।
Leave a Reply