1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

দুর্গাপূজায় সবাই মিলে আনন্দ উপভোগ করছি : ড. মঈন খান

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে সংখ্যা গুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করছি। আমরা সেই উৎসবে অংশ নিয়ে সবাই মিলে আনন্দ উপভোগ করছি।আজ শুক্রবার (১১ অক্টোবর) রাতে নরসিংদীর পাঁচদোনা ও শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ড. মঈন খান এ কথা বলেন।ড. মঈন খান বলেন, এ দেশে প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার ভোগ করছে। বাংলাদেশের নাগরিকের যে অধিকার সেখানে সংখ্যালঘুদের কোনো প্রভেদ নেই।

ড. মঈন খান আরও বলেন, মাঝখানে ১৬ বছর আপনারা দেখেছেন একটি সরকার ছিল। যারা নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু বলত। মুখে বন্ধু বলেও বাস্তবে তারা তাদের কোনো সেবা দেয়নি এবং সেবা করেনি বলেই আজকে দীর্ঘ ১৭ বছর পর তারা প্রাণ খুলে দুর্গাপূজা করছে। আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশ প্রতিটি মানুষের ধর্মীয় উৎসবের অধিকার রয়েছে এবং এই কারণে আমরা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই, বাংলাদেশ এমন একটি দেশ যা উদার একটি মনোভাবের দেশ। এ সময় ড. মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন আর রসিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সহসভাপতি শাহেন শাহ শানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রশিদ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ভিপি মনির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com