আবারো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ফলাফল অর্জন কারী প্রতিষ্ঠান ডা: আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট । মঙ্গলবার (পহেলা অক্টোবর ,২০২৪ ইং ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার সংশোধনী ফলাফল প্রকাশ করে এতে দিনাজপুর জেলার ১৬ টি পলিটেকনিকের মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে ডা: আমজাদ পলিটেকনিক ইন্সটিটিউট । এ গৌরবোজ্জ্বল ও অভূতপূর্ব সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন স্যার। ডীন ও অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ স্যার বলেন,শিক্ষাজীবনের গুরুত্ব পূর্ণ ধাপগুলি তোমরা অতিক্রম করতে পেরেছ অত্যন্ত সার্থকতার সঙ্গে। তোমরা স্বপ্ন দেখেছিলে, দক্ষ কারিগর হয়ে সে স্বপ্নের সর্বাঙ্গীন সুন্দর কাঠামো তোমরা নির্মাণ করতে পেরেছ। এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জনাব জয়ন্ত কুমার রায় স্যার বলেন মেধা তোমাদের মূল হাতিয়ার; অদম্য ইচ্ছা, কঠোর অধ্যবসায়, জয় করার সিদ্ধান্ত সে হাতিয়ারকে করেছে শাণিত। তোমরা পেরেছ কারণ তোমরা পারতে চেয়েছিলে। তোমাদের জন্য আরো একবার শুভ কামনা । অএ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জি: মো: মোসলিম উদ্দীন স্যার বলেন এই ফলাফলে তোমরা তোমাদের মেধার স্বীকৃতি পেয়েছ। অবশ্যই গর্বের বিষয়। তবে ফলাফলই কিন্তু শেষ কথা নয়। ফলাফল তোমাকে অনুপ্রাণিত করে। উৎসাহিত করে। তোমাকে একটি জায়গায় দাঁড় করিয়ে দেয়। এরপর তোমার কাজই হয়ে ওঠে তোমার পরিচয়। ভাল শিক্ষার্থী হওয়া যত সহজ, ভাল মানুষ হওয়া তত সহজ নয়। তার জন্যে মনুষ্যত্ববোধ, নৈতিকতার অনুশীলন, অন্যের জন্য কাজ করা এবং দেশপ্রেম– এসবকেই আঁকড়ে ধরতে হবে। দেশপ্রেম শুধু বক্তৃতা-বিবৃতিতে নয়, থাকতে হবে চেতনায় ও কাজে।
Leave a Reply