1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

দক্ষিণ কোরিয়ার দিকে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার দিকে বুধবার (২ নভেম্বর) বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব ও পশ্চিম দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

একই ঘটনায় জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। পিয়ংইয়ংয়ের সবশেষ এ উসকানিমূলক আচরণের দ্রুত প্রতিক্রিয়া দেখাতে বলেন তিনি।

 

স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার উলেংডোর দ্বীপে পড়ে। এ প্রেক্ষাপটে দ্বীপটিতে আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়। সেই সঙ্গে সেখানকার বাসিন্দাদের আশেপাশের ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে পিয়ংইয়ং। এর একদিন পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এ আচরণ অনেক বছরের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও হুমকিস্বরূপ।

 

এ বছর রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। গত শুক্রবারও দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। তাদের অভূতপূর্ব এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে।

সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ঘোষণা দিয়ে আইন পাস করেছে উত্তর কোরিয়া। পরিপ্রেক্ষিতে সতর্ক করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরীয় নেতা কিম জং উন শিগগিরই আরেকটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com