গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, দেশে চলমান অস্থিরতার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইক দায়ী।
সাক্ষাৎকারে জয় বলেন,৭৬ বছর বয়সী শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে তিনি অবসরপ্রাপ্ত বা সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরে আসবেন কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা তার জনগণকে ত্যাগ করবে না বা বিপর্যস্ত আওয়ামী লীগকে ছেড়ে যাবে না।
যদিও জয় এর আগে সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না।
ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার ৫ আগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার ভবিষ্যৎ গন্তব্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply