আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র–জনতাকে উৎসর্গ করছি।
আজ সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা উপস্থিত ছিলেন।
আন্দোলন চলাকালে আটককৃতদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ কেউ যাতে সাম্প্রদায়িক হামলা, লুটপাট না করে সে বিষয়ে মুক্তিকামী ছাত্র- জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা৷ ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘আন্দোলনের দ্বিতীয় ধাপের দিকে আমাদের যেতে হবে৷ আমরা অন্তবর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবো৷ সেই জাতীয় সরকারে অভ্যত্থানকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণ থাকবে৷ নানা নাগরিক পেশাজীবীদের প্রতিনিধি নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে আমরা ঘোষণা করবো৷ সমন্বিত সিদ্ধান্তে জাতীয় সরকারের রূপরেখা তুলে ধরা হবে৷’’
তিনি আরো বলেন, ‘‘যারা এই আন্দোলন চলাকালে শহিদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি৷ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবো৷ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷’’
Leave a Reply