স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটাবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ব্যবহার করে ‘পানি ঘোলা’ করার দৌড়ঝাঁপ চলছে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: এই ধরনের বিষয়ে পানি ঘোলা করার মানুষের অভাব হয় না। অনেকেই শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে।আশা করি শিক্ষার্থীরা এটি বুঝবে এবং সড়ক থেকে সরে যাবেন।
এদিকে উচ্চ আদালতের আদেশের পর কোটাবিরোধী আন্দোলনের সুযোগ নেই মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ বলা হয়েছে, সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টি করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষিত ও মেধাবীরা কেনো রাষ্ট্রের বিপক্ষে যাবে এ প্রশ্নও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কেউ বেআইনি অবস্থানে গেলে পুলিশ অ্যাকশনে যায়; যখন ভাঙচুর বা অগ্নিসংযোগ করে। এককথায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না।
কোটাবিরোধী আন্দোলনের ‘সবকিছু’ পুলিশ পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আদালতে মামলা যখন চলছে, তখন আন্দোলনের প্রয়োজনীয়তা আছে কিনা শিক্ষার্থীদের তা ভাবতে হবে। ডিএমপিও স্পষ্ট নির্দেশনা দিয়েছে।
তিনি বলেন, এখন মনে হয়, কষ্ট করে শিক্ষার্থীদের সড়কে অবস্থান করার প্রয়োজন নেই। আদালতেই সব সমাধান হয়ে যাবে। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা যেনো আদালতেই সব উপস্থাপন করে। সড়কে অবস্থান করে জন ভোগান্তি না বাড়ানোই ভাল।
কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।
Leave a Reply