কোটাবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে আন্দোলনের যে চিত্র দেখা গেছে আজ (বৃহস্পতিবার) তার থেকে একেবারেই আলাদা। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘের্ষের খবর পাওয়া গেছে। কোটাবিরোধী আন্দোলনের সবশেষ খবর জানতে আমাদের লাইভ আপডেটের সঙ্গে থাকুন।
ন্ধ্যা ৬:৪৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সন্ধ্যা ৬:৩০ কোটা সংস্কারের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সন্ধ্যা ৬:১৫ কুমিল্লার কোটবাড়ি এলাকায় শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ। এর আগে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়কে অবস্থান নন।
সন্ধ্যা ৬:১০ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। পাশাপাশি ছাত্রলীগের নোতাকর্মীরাও আলাদা অবস্থান নিয়েছেন।
সন্ধ্যা ৬:০৫ রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার মোড় ঘিরে হঠাৎই তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁও ও পুলিশ বক্স সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন।
কারওয়ানবাজার এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা। ছবি: রাইসুল ইসলাম
সন্ধ্যা ৬:০০ সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে নেয়া যাবে। হাইকোর্টের রায়ের কিছু অংশ প্রকাশ।
Leave a Reply