সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে সকাল-সন্ধা ‘বাংলা ব্লকেড’ পালন করছেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কোটা সংস্কার বিরোধী বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ অবস্থান নিয়েছে।
বুধবার ১০ জুলাই কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরাসকাল ১০টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি দিয়েছে।
কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনের জড়ো হচ্ছে কোটা পদ্ধাতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
অন্যদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু হবে সকাল ১১টায়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মনজুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
Leave a Reply