বাংলাদেশের জন্য তৃতীয় ধাপে ১১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণের অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা।
গতকাল (২৪ জুন) সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় তৃতীয় কিস্তির প্রায় ১১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুইদিনের মধ্যে এ ডলার ছাড় হয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, আইএমএফ বোর্ড আমাদের ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন দিয়েছে। আমরা আগামী দুই দিনের মধ্যে এই অর্থের ছাড়পত্র পাওয়ার আশা করছি।
Leave a Reply