জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়ামের পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গাকে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।
বিকালে দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করেছেন।
গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করেছিলেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয় দলের চেয়ারম্যান জি এম কাদের।
Leave a Reply