আওয়ামী লীগ পালাবার দল নয়, বরং বিএনপিরই কোন সেফ এক্সিট নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পালাবদলে নির্বাচনই একমাত্র পথ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নিজেরই সেফ এক্সিট নেই বলেও দাবি করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ এক্সিট করবে না কারণ আওয়ামী লীগ যোদ্ধা দল। বরং বিএনপি নেতারাই এখন পালিয়ে বেড়াচ্ছেন। পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বন্দুকের নল নয়, জনগণই আওয়ামী লীগের ক্ষমতার মূল উৎস বলেন তিনি।
Leave a Reply