বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়া হয়েছে এটা জাতির জন্য লজ্জার, এর জন্য সরকার দায়ী।
আজ বুধবার ২২ মে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন এটা সম্পূর্ণ মিথ্যাচার।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচন নিয়ে মানুষের কোন আগ্রহ নেই কারণ নির্বাচনের ওপরই তাদের আস্থা নেই।
পশ্চিমবঙ্গে খুন হওয় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বিষয়ে ফখরুল বলেন, একজন সংসদ সদস্য নিখোঁজ হয়ে গেল অথচ সরকার এবং তাদের বন্ধু রাষ্ট্র কোন তথ্য দিতে পারল না।
জানা যায়, জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি ও অঙ্গসংগঠন।
Leave a Reply