দুই মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
অন্যদিকে অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে তার এ পদোন্নতির আদেশ আগামী ১৯ মে থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এ ছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাকে সচিব পদে পদোন্নতির পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Leave a Reply