বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন ‘২০২৪’ এ সাহিত্য ও ভাষায় প্রথম স্থান অর্জন করে দেশ সেরা হয়েছেন আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আতিফা রহমান।
বগুড়া জেলার আতিফা প্রায় ২৫০ কিঃমিঃ দুরের স্কুল আমেনা বাকীতে পড়ার স্বপ্ন দেখেন। ক্লাস সেভেনে ভর্তি হয়ে আবাসিকে থেকে পড়া শুনা করছেন। তার বাবার ও স্বপ্ন ছিলো মেয়েকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যালয়ে পড়ানোর। আজ আতিফার বাবার চোখে মুখে আনন্দের ছোয়া। মেয়ে দেশ হওয়ার জন্য আমেনা বাকী স্কুলের প্রতিষ্ঠাতাসহ সকল শিক্ষককে অভিনন্দন জানান।
আজকে আতিফার এই সাফল্যের জন্য এ. বি ফাউন্ডেশন (আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত বিখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন স্যার আনন্দে আত্বহারা। এ যেন তার জীবনের বিশাল বড় প্রাপ্তী।
যিনি মহান মুক্তিযুদ্ধ পরবর্তি স্বপ্ন দেখেছিলেন অবহেলিত দিনাজপুরতথা উত্তরবঙ্গকে শিক্ষায় উন্নত করে দেশকে এগিয়ে নিতে।
৫৩ বছর অপেক্ষা ও চেষ্টার পর হলেও শিক্ষায় স্বপ্ন দেখা মানুষটি আজ আলোকিত মানু্ষ গড়তে কারিগর রুপে প্রতিষ্ঠিত হয়েছে।
অনেক শুভকামনা ও দোয়া রইল আতিফার জন্য আজ যেমন দেশ সেরা হয়েছো আগামিতে তুমি বড় হয়ে আরো ভাল কিছু উপহার দিবে এই প্রত্যাশা রইল।
Leave a Reply