ইতালিতে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন ব্রাদার্স অব ইতালির দলনেতা জর্জিয়া মেলোনি। একইসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নেতা বেনিতো মুসোলিনির পর মেলোনিই দেশটির প্রথম কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী। স্থানীয় সময় শনিবার সকাল ১০ টায় শপথ গ্রহণ করেন তিনি।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে ইতালির প্রেসিডেন্টের থেকে সরকার গঠনের আমন্ত্রণ পেয়েছেন মেলোনি। এর আগে তাঁর মিত্র দলগুলোকে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত বলেও প্রেসিডেন্টকে জানান তিনি।
উল্লেখ্য গত মাসে ইতালির নির্বাচনে সর্বাধিক প্রায় এক-চতুর্থাংশ অর্থাৎ ২৬ শতাংশ ভোট পায় মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। যেখানে তার মিত্র ফোরজা ইতালিয়া এবং অতি-ডানপন্থী লীগ যথাক্রমে আট এবং নয় শতাংশ ভোট পেয়েছে।
এরই মধ্যে মেলোনি ছয় নারীসহ ২৪ জন মন্ত্রীর তালিকা প্রকাশ করেছেন। ইতালির অংশীদারদের আশ্বস্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি অর্থমন্ত্রী হিসেবে জিয়ানকার্লো জিওরগেত্তির নাম ঘোষণা করেছেন। যিনি মারিও দ্রাাঘির আগের সরকারের অধীনে কাজ করেছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেওয়ার আগে আগামীকাল রোববার বর্তমান প্রধানমন্ত্রী দ্রাঘির থেকে মেলোনির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
Leave a Reply