1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

সৌদিতে বিমানবন্দরে চালু হচ্ছে নতুন পরিষেবা, সেবা পেতে থাকছে যেসব শর্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার পঠিত

ভ্রমণকারীদের সফর সহজ করতে ও ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে নতুন পরিষেবা চালু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির বিমানবন্দর জুড়ে ‘প্যাসেঞ্জার উইথ নো ব্যাগ’ পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে। এর ফলে যাত্রীরা চাপমুক্ত ভ্রমণের জন্য বাড়ি থেকে তাদের ব্যাগ চেকআউট করতে পারবেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়া।
মঙ্গলবার সৌদিতে ২৭টি বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা মাতারাত হোল্ডিং জানিয়েছে, এই পরিষেবার আওতায় যাত্রীরা তাদের ব্যাগ বাড়ি থেকে যে কোনও গন্তব্যে পাঠানোর এবং তাদের ফ্লাইটের তারিখের আগে ভ্রমণ সংক্রান্ত প্রক্রিয়াগুলো চূড়ান্ত করতে পারবেন। সংস্থাটি তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে। মাতারাত এক্সে করা এক পোস্টে বলেছে, যাত্রীরা তাদের ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে পরিষেবাটি ব্যবহার করতে পারে।

পরিষেবাটি যখন পাওয়া যাবে
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে এই পরিষেবাটি দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য চালু করা হবে।

আরও পড়ুন: লোহিত সাগরে এযাবৎকালের বড় হামলা হুতিদের

সেবা পেতে থাকছে সেসব শর্ত
মাতারাতের মতে, যে সব যাত্রীরা ‘প্যাসেঞ্জার উইথ নো ব্যাগ’ পরিষেবা থেকে উপকৃত হতে চান তাদের অবশ্যই ‘অংশগ্রহণকারী এয়ারলাইনগুলোর একটিতে বৈধ টিকিট বা বুকিং থাকতে হবে’। তবে ভ্রমণকারীদেরও সব প্রয়োজনীয় ভ্রমণ কাগজপত্র সরবরাহ করতে হবে এবং তাদের লাগেজে নিষিদ্ধ কোনকিছু বহন করা যাবে না।

জানা গেছে ‘প্যাসেঞ্জার উইথ নো ব্যাগ’ পরিষেবার লক্ষ্য হল ভ্রমণকারীদের সহজ ভ্রমণ পদ্ধতিতে নিয়ে আসা। পাশাপাশি তারা ‘কিংডমের ভিশন ২০২৩’-এর আকাঙ্ক্ষা এবং লক্ষ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। মাতারাত বলছে, এই পরিষেবা চালু হলে বিমানবন্দরের অপেক্ষার সময় কমবে এবং যাত্রীদের লাগেজ বহন করতে হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com