আকাশসীমা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাপান। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি।
তিনি জানান, পিয়ংইয়ংয়ের পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উত্তর কোরিয়ার এই ৫ সংস্থার সম্পদ জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, জাপানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সিদ্ধান্ত। এছাড়া গত কয়েক দশকে জাপানি নাগরিকদের অপহরণসহ নানা সমস্যা সমাধানের জন্য দৃঢ় পদক্ষেপ নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
Leave a Reply