পহেলা জানুয়ারী থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা ও খুলনা-যশোর-মোংলা-যশোর-খুলনা রুটে নতুন ২টি যাত্রিবাহী ট্রেন সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, যাত্রীর চাপ সামলাতে এক জানুয়ারি থেকে ঢাকা কক্সবাজার, কক্সবাজার ঢাকা রুটে নতুন আরও একটি ট্রেন চালু করা হবে।
এছাড়াও খুলনা – যশোর – মংলা রুটে একটি নতুন কমিউটার ট্রেন চালু হবে পহেলা জানুয়ারি থেকে। কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ দিয়ে ঢাকা রুটে রেলপথ নির্মাণের পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে ট্রেনের লাইন উপড়ে ফেলা হচ্ছে। ট্রেনে আগুন দেয়া হচ্ছে। ট্রেন সাধারণ মানুষের সম্পদ। হরতাল অবরোধের মধ্যেও শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেন চলছে।
e
পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে কাঙ্ক্ষিত ট্রেন চলাচল শুরু হয় গত ১ ডিসেম্বর। বর্তমানে একটি ট্রেন এই রুটে চলাচল করছে।
Leave a Reply